Top Forex Trader in Bangladesh

Forex trading in Dhaka Bangladesh.Improve your trading skills-

Hire the best Forex trader in Bangladesh & manage your any kind of investment-সম্মানিত ভিজিটর, উক্ত সেকশনে দীর্ঘ ফরেক্স ক্যারিয়ার কিছু সফলতার প্রমান আপনাদের সামনে উপস্থাপন করছি। কারন আমাদের মাঝে অনেকেই আছেন যারা ট্রেডিং ক্যারিয়ারের ব্যাপারে সন্দিহান। আবার কেউ কেউ আছেন যারা বিশ্বাস করেন যে বাংলাদেশে মনে হয় সফল কোন ট্রেডার নাই। কেউ কেউ এমনও ধারনা পোষন করেন যে বাংলাদেশে কেউ ফরেক্স বুঝে না। সব স্বীকৃতি উন্নত বিশ্বের ।তাই ঐসব ভাই ও বন্ধুদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষে ব্যাক্তিগত কিছু সফলতা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি নবীনদের অনুপ্রেরনা যোগাতে এসব সাফল্য যথেষ্ট ভুমিকা রাখবে।

তবে একটি বিষয় না বললেই নয়। আর তা হচ্ছে ,আমি যখন ২০০৫ সালে Internet জগতে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন অনেক কৌতুহল কাজ করতো এই মর্মে যে Online income মূলত কি ? সত্যিই কি অনলাইন থেকে আয় করা যায় ? কাজ গুলো কোথায় পাওয়া যাবে ? কি ভাবে Payment receive করবো ? আমার পক্ষে possible কি ? ইত্যাদি হাজারও প্রশ্ন । কিন্তু সময়ের ব্যবধানে সবকিছুর সমাধান ঠিকই বের করতে সক্ষম হয়েছি। ইন্টারনেট জগতের সহজ ও কঠিন সকল পথেই কমবেশি হেঁটেছি ।ফলে ইন্টারনেট ভিত্তিক আয়ের উৎসগুলোর প্রকৃত বাস্তবতা আল হামদুলিল্লাহ বুঝতে সক্ষম হয়েছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে জীবনের গুরুত্বপূর্ন সময়টুকু অবহেলায় নষ্ট না করে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য ব্যয় করুন। ইন শা আল্লাহ সফলতা আসবে।

Performance-01: e-Wallet (Skrill) incoming proof

কয়েকটি পর্যায়ে আপনাদের সামনে ফরেক্স মার্কেটে ব্যাক্তিগত কিছু সফলতার প্রমান তুলে ধারার চেষ্টা করছি। তম্মধ্যে প্রথমেই জনপ্রিয় ই-ওয়ালেট স্ক্রীলে কয়েকটি ব্রোকার থেকে রিসিভ করা কিছু ডলারের প্রমান তুলে ধরলাম। আশা করি কিছুটা অনুপ্রানিত হবেন। উল্লেখ্য যে এসব প্রমান দেখানোর একমাত্র উদ্দেশ্যে হচ্ছে আমাদের শিক্ষিত বেকার যুব সমাজের সচেতনতা সৃষ্টি করা।তাদের কে শুধু এটুকই মেসেজ দেয়া যে, বাংলাদেশে বসে আপনি বৈদেশিক মূদ্রা আয় করতে পারছেন।সুতরাং বেকারত্বের অভিশাপ নিয়ে কেন দৌড়াবেন ? আপনার সব চেয়ে বড় পুঁজি হচ্ছে শিক্ষা। যা কাজে লাগিয়ে আপনি পৌঁছে যেতে পারেন অনন্য এক উচ্চতায়। Click here

Performance-02:Trading Activity/Analysis

প্রিয় ভিজিটরবৃন্দ উক্ত সেকশনে আপনাদের সামনে আমার ব্যাক্তিগত ট্রেডিং এক্টিভিটি ও মার্কেট এনালাইসিস বিষয়ক কিছু প্রমান তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনারা আমার ব্যাক্তিগত ফেইসবুক পেইজে এসব দেখতে পাবেন। যেখানে ফান্ডামেন্টাল মার্কেট এনালাইসিসের ধরন খুব সহজেই আপনারা অনুমান করতে পারবেন। কারন প্রতিটি এনালাইসিস অনেক বেশি তথ্যে সমৃদ্ধ। আপনারা আমার এনালাইসিসে কিছুটা ভিন্নতা পাবেন। কারন ফান্ডামেন্টাল এনালাইসিসগুলোতে সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে নিজের অবস্থানটুকুও সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।আশা করছি যেসব ট্রেডারগন এখনো অন্ধের মত এ মার্কেটে বিচরন করছেন অথবা মার্কেট এনালাইসিস করতে জানেন না, তাদের জন্যে উক্ত পেইজে শিক্ষনীয় কিছু ফর্মুলা অবশ্যই রয়েছে। Click here

ফরেক্স ট্রেনিং কোর্স-Play this video

Performance-03: FTP server record

উক্ত সেকশনে গত দিনের কিছু ট্রেডিং একাউন্টের সার্বিক ফলাফল তুলে ধরেছি। FTP-র ফুল মিনিং হচ্ছে ফাইল ট্রান্সপার প্রটোকল।একটি ট্রেডিং একাউন্টের সার্বিক তথ্য ট্রেডিং প্লাটফর্ম থেকে রোবটিক প্রক্রিয়াই যে সব সার্ভার ক্রল করে নেই তাদের বলা হয় FTP। সাধারনত ফরেক্স মার্কেটে এমন কিছু সার্ভার আছে যারা ট্রেডারদের কে এ সুবিধা দিয়ে থাকে। এতে করে আপনি নিজের ট্রেডিং তৎপরতা সমগ্র বিশ্ব কে দেখাতে পারবেন। আপনার ট্রেডিং স্কীল প্রমানের জন্য এফটিপি হতে পারে অন্যতম উপায়। কারন প্রতিযোগিতা মূলক বিশ্বে আপনি একাউন্টের কিছু স্ক্রীনশর্ট দিয়ে মানুষ কে আকৃষ্ট করতে পারবেন না।সাধারানত যে সব বিনিয়োগকারীগন আপনার পিছনে কিছু বিনিয়োগ করতে আগ্রহী তারা অবশ্যই আপনাকে এ প্রক্রিয়াই যাচাই করবে। যেমন আমার ব্যাক্তিগত কিছু ট্রেডিং সাফল্য ৩৪ টি একান্টের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করলাম। myfxbook-01 Forex Factory-02 Forex Factory-03

Performance-04: Remittance proof from global investor

উক্ত সেকশনে আপনাদের সামনে আমার ব্যাক্তিগত মেনেজ একাউন্টের কিছু ইনকামিং প্রমান তুলে ধরার চেষ্টা করেছি। সাধারনত ফরেন রেমিটেন্স সরাসরি ব্যাংকেই গ্রহন করে থাকি। সুযোগ না থাকার দরুন তা শেয়ার করতে পারছিনা।তবে বিভিন্ন মানি ট্রান্সফারিং সেবা ব্যবহারের মাধ্যমে গৃহিত কিছু রেমিটেন্স প্রমান আপনাদের সামনে তুলে ধরলাম। ব্যাক্তিগত ভাবে আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসাবে ফরেক্স ট্রেডিং কেই বেছে নিয়েছি। যার অন্যতম কারন হচ্ছে ফরেক্স বহুমূখী ইনকাম সোর্স হিসাবে স্বীকৃত। তাই প্রস্তাব থাকবে বিশ্বের বৃহত্তম এ ট্রেডিং মার্কেটের বহুমূখী সেবাগুলো কে কাজে লাগিয়ে আপনিও হয়ে উঠুন একজন সফল রেমিটেন্স যুদ্ধা।Click here

Top Forex Trader in Bangladesh

Hire the best Forex trader in Dhaka Bangladesh & manage your any kind of investment-

প্রিয় ভিজিটরবৃন্দ, ফরেক্স হচ্ছে এমনই একটি মার্কেট প্লেস যেখানে আপনি ট্রেডিংয়ের পাশাপাশি বহুমুখী আয়ের সাথে সম্পৃ্ক্ত হতে পারেন।যেমন আপনি নিজে ট্রেড করতে পারছেন,অন্যের একাউন্ট মেনেজ করতে পারছেন।সিগনাল সেবা দিতে পারছেন।এফিলিয়েট মার্কেটিং করতে পারছেন। MQL ডেভোলাপর হতে পারছেন ইত্যাদি ইত্যাদি বহুমুখী আয়ের সুযোগ পাচ্ছেন। আর এমনই একটি মার্কেট প্লেসে কেন আপনি ক্যারিয়ার গড়তে চাইবেন না ? আপনি অন্যদশটি সেক্টরের চেয়ে ফরেক্স মার্কেটে খুব দ্রুত সফলতা পাবেন যদি আপনি সঠিক গাইড লাইন মেনে চলেন। এর অর্থ এটা নয় যে নিজে নিজে করা যাবেনা।অবশ্যই করা যাবে তবে নিঃসন্দেহে আপনাকে অনেক কঠিন পরিস্থিতিরি সম্মুখীন হতে হবে। দীর্ঘ ত্যাগ আর হতাশার মাঝে একদিন হয়তো আপনি ঠিকই এ মার্কেটের ছন্দ আবিষ্কার করতে সক্ষম হবেন।

কিন্তু বুদ্ধিমত্মা হচ্ছে সিনিয়র ট্রেডারদের স্বরনাপন্ন হওয়া। আপনি যখন তাদের থেকে দীর্ঘ ট্রেডিং জীবনের অভিজ্ঞতা,ট্রেডিং সিস্টেম ও নিরাপদ যাত্রার সার্বিক নিয়মনীতি বিষয়ে অবগত হবেন তখন আপনার পরিশ্রমের পরিমান অনেকাংশেই কমে যাবে। আপনি নিজেকে তখন আরো বেশি দক্ষ হিসাবে তৈরি করতে সক্ষম হবেন। আমরা সাধারনত দৈনন্দিন জীবনে যখনই কোন সেক্টরে সফলতা চাই, তখন অবশ্যই আমরা ঐ বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ গ্রহন করতে ভুল করিনা।এটাই বুদ্ধিমানের কাজ। সুতরাং ফরেক্স ট্রেডিং কিংবা ফ্রিলেন্সিংয়ের ক্ষেত্রে আপনি কেন বড়দের পরামর্শ নিবেন না ?

Carefulআরেকটি বিশেষ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষন করছি। আর তা হল আপনি যখনই ফরেক্স শেখা বা সাজেশনের বিষয়ে কোন সিনিয়রের সহায়তা চাইবেন তখন অবশ্যই আপনি তার কিছু সফলতা বা ট্রেডিং তৎপরতা দেখে নিবেন। কারো মিষ্টি কথা, প্রলোভন কিংবা বাহ্যিক সাজ শয্যা দেখে ইমোশনাল হয়ে ঝটপট সিদ্ধান্ত গ্রহন করবেন না। কারন ফরেক্স হচ্ছে বিশ্বের বৃহত্তম ট্রেডিং মার্কেট।যে কারো পক্ষে এ চ্যালেঞ্জ তুলে নেয়া সম্ভব নয়।

Forex Training Center in Bangladesh
footer image

ToS:ফরেক্স ট্রেডিং সমগ্র বিশ্বে উম্মুক্ত হলেও বাংলাদেশে নির্দিষ্ট ডিলার ব্যতীত অন্য কোন উপায়ে মুদ্রা ক্রয়-বিক্রয় অনুমোদিত নয়।এজন্য ফরেক্স চিটাগাং কাউকে এ মার্কেটে বিনিয়োগে উৎসাহিত করেনা এবং কোন ব্রোকারের প্রতিনিধিত্ত ও করেনা।অন্য দশটি ফ্রিল্যান্সিং প্রজেক্টের মতই কিভাবে অর্থ বিনিয়োগ ছাড়াই ৫ট্রিলিয়ন ডলারের এ মার্কেটের হুমুখী সুবিধাগুলো কে কাজে লাগিয়ে একটি সুন্দর ক্যারিয়ার গড়া যায় শুধু মাত্র তাই প্রস্তাব করে। ঋণ,ক্রেডিট কার্ড ব্যালেন্স,দৈনন্দিন ব্যয়ের অর্থ,একমাত্র সঞ্চয়,ফরেক্স মার্কেটে বিনিয়োগ অনুচিত। অতএব আবেগ তাড়িত হয়ে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।

©copyright Forex Chittagong 2013-2023